
নাইটস্কুলের কম্যান্ডো দল

সৈকত মুখোপাধ্যায়
| সৈকত মুখোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৪ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক
আমার ডাকনাম তারু। ভালো নাম তারাদাস মান্না। বেলেঘাটা খালপোল বস্তিতে থাকি। বয়েস পনেরো।
রিসেন্টলি আমার জীবনে একটা দারুণ ঘটনা ঘটে গেছে, যাকে বলে মেমোরেবল ইভেন্ট।
মাস ছয়েক আগে দাদু একবার ওই এসে—টাই আমাদের লিখতে দিয়েছিলেন। আ মেমোরেবল ইভেন্ট অফ ইয়োর লাইফ।
একটা কথা প্রথমেই বলে রাখি, যাঁকে দাদু বলছি তিনি কিন্তু রক্তের সম্পর্কে আমার দাদু হন না। তবে সম্পর্কটা তার চেয়ে কি...