ধুলো কাদা মাখা চেহারা

ধুলো কাদা মাখা চেহারা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ধুলো কাদা মাখা চেহারা

Books Pointer Iconবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ৩১ মার্চ ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

দিনের বেলায় ওরা পরস্পরের ধুলো কাদা মাখা চেহারা দেখে অবাক হয়ে গেল। প্রোফেসর লি তখনও কাজে ব্যস্ত, চারিদিকে ধ্বংসস্তূপ থেকে লোকজন টেনে বার করে বেড়াচ্ছেন, তিনি আর তাঁর ছাত্রেরা। পুলিশও এসেছে, দুটো রেডক্রসের হাসপাতাল গাড়িও এসেছে। আকাশে জাপানি বোমারু প্লেনগুলির চিহ্ন নেই।

রাত্রিটা কেটে গিয়েছে যেন একটা দুঃস্বপ্নের মতো। বেলা এখন দশটা–এখনও সে দুঃস্বপ্নের জের মেটেনি! বিনা কারণে এমন নিষ্ঠুর ...

Loading...