দাদুর চিকিৎসা সোজা নয়

দাদুর চিকিৎসা সোজা নয়

শিবরাম চক্রবর্তী

দাদুর চিকিৎসা সোজা নয়

Books Pointer Iconশিবরাম চক্রবর্তী
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৮ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


টুসির দাদুকে ধরেছে এবার এক অদ্ভুত ব্যারামে–এক আধ দিন নয়, প্রায় মাসখানেক থেকে কিছুতেই ঘুম হচ্ছে না ওঁর; কত ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্য, হোমিওপ্যাথ ও হাতুড়ে–নামজাদা আর বদনামজাদা, নানারকমের চিকিৎসা করে হদ্দ হয়ে গেল–কিন্তু অসুখ–সারার নামটি নেই আর। এই একমাসে এ ডিসপেনসারি ঔষুধই গিলে ফেললেন তিনি, কিন্তু অসুখ একেবারে অটল–যেমনকে তেমন।


ঘুম তার হয় না আর। রাত্রে তো নয়...

Loading...