
দাদুর চিকিৎসা সোজা নয়

শিবরাম চক্রবর্তী
| শিবরাম চক্রবর্তী | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৮ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
টুসির দাদুকে ধরেছে এবার এক অদ্ভুত ব্যারামে–এক আধ দিন নয়, প্রায় মাসখানেক থেকে কিছুতেই ঘুম হচ্ছে না ওঁর; কত ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্য, হোমিওপ্যাথ ও হাতুড়ে–নামজাদা আর বদনামজাদা, নানারকমের চিকিৎসা করে হদ্দ হয়ে গেল–কিন্তু অসুখ–সারার নামটি নেই আর। এই একমাসে এ ডিসপেনসারি ঔষুধই গিলে ফেললেন তিনি, কিন্তু অসুখ একেবারে অটল–যেমনকে তেমন।
ঘুম তার হয় না আর। রাত্রে তো নয়...