
তিনটি ছবির রহস্য

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মধুপুরে আমার মামাবাড়ির পাশেই ছিল একটা শুকনো নদী৷ আমি কোনোদিন সে নদীতে এক ফোঁটাও জল দেখিনি৷ কিন্তু একসময় নাকি সে নদীতে সারা বছরই জল থাকত, কুলুকুলু করে স্রোতের শব্দও হত৷
এখন নদীটা একেবারে মজে গেছে৷
শুধু দু’দিকের উঁচু পাড়ের মাঝখানে খাতটা বোঝা যায়৷
যখন এ নদী জ্যান্ত ছিল, তখন এর নাম ছিল মধুবংশী৷ নামটা শুনতে সুন্দর, কিন্তু কেন এরকম নাম তা এখন আর কেউ জানে না৷
ছোটবেলায় আ...