
ডাকু পিপ্পাল পাঁড়ে এবং ঋজুদা

বুদ্ধদেব গুহ
| বুদ্ধদেব গুহ | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনবেলা ০৭ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ঋজুদার বিশপ লেফ্রয় রোডের ফ্ল্যাটে আমাদের সকলের নিমন্ত্রণ ছিল৷ ভারত মহাসাগরের স্যোশেলস দ্বীপপুঞ্জে জলদস্যুদের পুঁতে রাখা গুপ্তধনের মালিকানা নিয়ে যে খুনের পর খুন হয়েছিল তারই কিনারা করে আমরা ফিরে আসার পরই এই জমায়েত৷ আমাদের সাকসেস সেলিব্রেট করার জন্যে৷ তিতির যদিও আমাদের সঙ্গে যেতে পারেনি স্যেশেলস দ্বীপপুঞ্জে কারণ সে তখন দিল্লিতে ছিল; ও এসেছিল সেই সন্ধ্যাতে ঋজুদার বাড়িতে বিশেষ অতিথি হিসেবে৷