ঝিঙ্গাঝিরিয়ার মানুষখেকো

ঝিঙ্গাঝিরিয়ার মানুষখেকো

বুদ্ধদেব গুহ

ঝিঙ্গাঝিরিয়ার মানুষখেকো

Books Pointer Iconবুদ্ধদেব গুহ
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনবেলা ০৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

০১.

ঋজুদার সঙ্গে এ পর্যন্ত দেশ-বিদেশের অনেকই জঙ্গলে গেছি কিন্তু এইরকম প্রচণ্ড গরমে কখনও আসিনি কোথাওই। আর গরম বলে গরম? মধ্যপ্রদেশের গরম। তার ওপরে মে মাসের শেষ।

ঋজুদা বলে, যখনই মনে হবে খুব গরম বা শীত লাগছে অমনি মনে করার চেষ্টা করবি এর চেয়েও বেশি গরম আর শীত কোথায় পেয়েছিস এর আগে। আর যেই সে কথা মনে করবি অমনি মনে হবে যে এ গরম বা শীত সেই তুলনাতে কিসসুই নয়।


ঋজুদার এই...

Loading...