
ঝানু চোর চানু

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
| উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৫ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ছেলেবেলা থেকেই চানু শয়তানের একশেষ, আশেপাশের লোকজন তার জ্বালায় অস্থির। চানুর বাবা বড় গরিব ছিল, চানু ভাবল-বিদেশে গিয়ে টাকা পয়সা রোজগার করে আনবে। যেমন ভাবা তেমনি কাজ, একদিন সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। খানিক দূরে গিয়েই বনের ভিতর দিয়ে একটা নির্জন রাস্তা-চানু সেই রাস্তা ধরে চলল। সমস্ত দিন বৃষ্টিতে ভিজে শ্রান্ত-কান্ত হয়ে স্যার সময় পথের ধারেই একটি কুঁড়েঘর ছিল, সেখানে এসে উপস্থিত।
ঘরের ভিতর আগুন...