
কায়াহীনের কাহিনী

মণিলাল গঙ্গোপাধ্যায়
| মণিলাল গঙ্গোপাধ্যায় | |
| ভৌতিক হরর |
পোষ্ট করেছেনকিতাবের কথা২৪ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
তোমরা অনেক আশ্চর্য ঘটনা কানে শুনেছ, কিন্তু আমি চোখে দেখেছি এক অত্যাশ্চর্য অদ্ভুত ঘটনা৷ তখন আমার বয়স অল্প-বোধ হয় তেরো-চোদ্দো৷
বৃন্দাবন, ডাক নাম বিনু, ছিল আমার সবচেয়ে ভালোবাসার বন্ধু৷ এক ক্লাসে পড়তাম, দিনরাত একসঙ্গে থাকতাম, সে ছাড়া আর কারও সঙ্গে খেলতে, কথা-কইতে আমার ভালো লাগত না৷ আমাদের কাছেই ছিল তাদের বাড়ি৷
তখন আ...