
জিনের বাদশাহ্

মুহম্মদ জাফর ইকবাল
| মুহম্মদ জাফর ইকবাল | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস০২ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
টুনি তাদের ক্লাসের কয়েকজন ছেলেমেয়েকে নিয়ে তাদের ক্লাসের একজনের জন্য জন্মদিনের উপহার কিনতে এসেছিল। অনেক তর্ক বিতর্ক ঝগড়া-ঝাঁটি করে শেষ পর্যন্ত তার জন্য কয়েকটা সুন্দর বই আর একটা ক্যাকটাস কিনেছে। একজন ক্যাকটাসটা তার বাসায় নিয়ে গেছে, জন্মদিনের দিন স্কুলে নিয়ে আসবে, বইগুলো টুনির ব্যাকপ্যাকে। সেও সেগুলো রঙিন কাগজে মুড়িয়ে জন্মদিনের দিন স্কুলে নিয়ে যাবে। সবাই যে যার বাসায় চলে গেছে, টুনি...