
জল চুরি

সুনীল গঙ্গোপাধ্যায়
বিকেল থেকেই আমি আর প্রদীপ বসে রইলুম নদীর ধারে৷ আমাদের সঙ্গে একটা ঝোলায় রয়েছে স্যান্ডউইচ, কমলালেবু৷ আর ফ্লাস্ক ভর্তি চা৷ হয়তো আমাদের সারা রাত জাগতে হবে৷
গ্রীষ্মকাল৷ নদীর ধারে বসে থাকতে বেশ ভালো লাগবারই কথা৷ বিরাট চওড়া নদী, নামটিও চমৎকার৷ এই নদীর নাম ডায়না৷ শীতকালে এই ডায়না নদী প্রায় শুকিয়ে যায়, হেঁটেই ওপারে যাওয়া যায়৷ অনেক ট্রাক এই নদীর বুকে বেয়ে আসে পাথর আর বালি ...