
ছোটমাসির মেয়েরা

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস০৩ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কলকাতা শহরে বাঘ, ভল্লুক কিংবা গন্ডার নেই বটে, তবে কিনা চোর-ডাকাত আর ছেলেধরা সবসময় গিসগিস করছে৷ আমার ছোটমাসির কাছে তাই এই শহরটাও গভীর জঙ্গলের মতন৷ সব সময় সাবধানে থাকতে হবে৷
ছোটমাসির দুই মেয়ে, রুমু আর ঝুমু৷ ওদের আরও দুটো বেশ ভালো-ভালো নাম আছে বটে, কিন্তু সে-দুটো বেশ শক্ত, রুমু-ঝুমু নামেই সবাই চেনে৷ ছোটমাসি তাদের এক মিনিটের জন্যও চোখের আড়াল করেন না৷ নেহাত ইস্কুলের সময়টুকু ছাড়া৷ তাও ...