
উকুনে বুড়ির কথা

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
| উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৫ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক যে ছিল উকুনে-বুড়ি, তার মাথায় বড্ড ভয়ানক উকুন ছিল। সে যখন তার বুড়োকে ভাত খেতে দিতে যেন তখন ঝরঝর করে সেই উকুন বুড়োর পাতে পড়ত। তাইতে সে একদিন রেগে গিয়ে, ঠাঁই করে বুড়িকে এক ঠেঙার বাড়ি মারলে। তখন বুড়ি ভাতের হাঁড়ি আছড়ে গুঁড়ো করে রাগের ভয়ে সেই যে নদীর ধার দিয়ে চলে গেল, আর তাকে বুড়ো ডেকে ফিরাতে পারলে না।
নদীর ধারে এক বক বসে ছিল, সে উকুনে-বুড়িকে দেখে বললে, ‘উকুনে-বুড়ি, কোথা...