ইঁদুরের খুট খুট

ইঁদুরের খুট খুট

সমরেশ বসু

ইঁদুরের খুট খুট

Books Pointer Iconসমরেশ বসু
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনবেলা ০৮ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

অনেককাল ধরে বড়োদে র গল্প শুনিয়ে শুনিয়ে, আমি নিজেও যেন কেমন হাঁপিয়ে পড়েছি। অথচ যাদের সঙ্গে গল্প করতে পেলে আমার মন খুশিতে ভরে ওঠে, তাদের একটা গল্প নিজে থেকে শোনাতে পারি না। শোনাবার খুব সাধ। কিন্তু সাধ থাকলেই তো আর সাধ্যে কুলায় না। বড়োদের গল্প শুনিয়ে শুনিয়ে মনটা কেমন যেন মরচে ধরে গিয়েছে। মনের সেই তাজা টাটকা ভাবটা যেন হারিয়েই ফেলেছি, যা না থাকলে, তোমাদের আসরে এসে বসবার কোনো মানেই হয় না।

Loading...