
কুয়াশা – নীহাররঞ্জন গুপ্ত

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| ভৌতিক হরর |
পোষ্ট করেছেনকিতাব ভান্ডার১৮ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মহীতোষের ডায়রির কয়েকটা পৃষ্ঠা। সেই ডায়রি থেকে থানার দারোগা ইউসুফ তাঁর এক বন্ধুকে যেমনটি বলেছিলেন তার জবানিতে:
ভয়ে গা’টা একেবারে কাঁটা দিয়ে উঠল মহীর।
তার সহজ বুদ্ধি-বিবেচনা ও বিচার দিয়ে বুঝতে পারছে, এমনটি হতে পারে না, হওয়া সম্ভবও নয়। তথাপি দু-চক্ষু দিয়ে একটু আগে যা সে দেখেছে, সেটাকে অস্বীকারই বা করে কি করে? এবং একেবারে ভূতুড়ে অবিশ্বাস্য বলে উড়িয়েই বা দেয় কি করে?