
দর্পণে প্রতিবিম্বিত কাঁটা

নারায়ণ সান্যাল
| নারায়ণ সান্যাল | |
| গোয়েন্দা সমগ্র |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৫ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক
কফি পট থেকে পেয়ালায় কফি ঢালতে ঢালতে রানীদেবী আড়চোখে দেখলেন টেবিলের অপরপ্রান্তে বাসুসাহেব পকেট থেকে সেই চিঠিখানি তৃতীয়বার বার করছেন। রানু বলেন, বুড়ো বয়সে কার প্রেমপত্র পেলে বল তো? বার বার পড়েও তৃপ্তি হচ্ছে না?
–প্রেমপত্র! ও! এই চিঠিখানা? হ্যাঁ, সকালের ডাকে পাওয়া এই চিঠিখানা আমার মানসিক স্থৈর্যে ব্যাঘাত ঘটিয়েছে বটে। না, এবার এ-কোন মহিলার লেখা চিঠি নয়।
পেয়ালায় চ...