হিংস্র রাত্রি আসে চুপে চুপে

হিংস্র রাত্রি আসে চুপে চুপে

রবীন্দ্রনাথ ঠাকুর

হিংস্র রাত্রি আসে চুপে চুপে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconপ্রবন্ধ রচনা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


হিংস্র রাত্রি আসে চুপে চুপে,

গতবল শরীরের শিথিল অর্গল ভেঙে দিয়ে

অন্তরে প্রবেশ করে,

হরণ করিতে থাকে জীবনের গৌরবের রূপ

কালিমার আক্রমণে হার মানে মন।

এ পরাভবের লজ্জা এ অবসাদের অপমান

যখন ঘনিয়ে ওঠে সহসা দিগন্তে দেখা দেয়

দিনের পতাকাখানি স্বর্ণকিরণের রেখা-আঁকা;

আকাশের যেন কোন্‌ দূর কেন্দ্র হতে

উঠে ধ্বনি “মিথ্যা মিথ্যা’ বলি।

প্রভাতে...

Loading...