
নামকরণ ও বাঙলা

হুমায়ুন আজাদ
নামকরণের বিশাল এলাকাটিতে বাঙলা ভাষা অনেকটা অন্তজের মতো পরিত্যক্ত। নাম থাকে ব্যক্তি বস্তু দল সংগঠন পণ্য সড়ক শহর, ও আরো বিপুল পরিমাণ বস্তুর; কিন্তু ওই সব নামে বাঙলা ভাষা ও বর্ণমালা স্থান পায় কম। মুসলমানদের নাম আরবি ফারসি তুর্কিতে রাখার একটি রীতি চ’লে আসছে কয়েক শতক ধ’রে; তবে গ্রামগঞ্জে এখনো এমন নাম— কালু মিয়া বা সোনা বিবি- পাওয়া যায়, যাতে বোঝা যায় সুমলমান নিজের নামের জন্য সব স...