
কাসা গ্রান্দে

নবনীতা দেবসেন
ম্যারিজোনাতে এসেছি। আগে যদিও দেখেছি, তবু আবার যেতেই হবে গ্র্যান্ড ক্যানিয়ন। যত দেখি তত অবাক লাগে। কিন্তু তার বাইরেও তো অ্যারিজোনার মরুভূমির বুকে অনেক কিছু দ্রষ্টব্য রয়েছে—প্রাচীন বাসিন্দাদের চিহ্ন ছড়ানো চতুর্দিকে। হার্ড মিউজিয়ামে গিয়ে দুটো ভিডিও টেপ দেখেছি, দুটি নেটিভ আমেরিকান সম্প্রদায়ের। আমরা যাদের ‘রেড ইন্ডিয়ান’ বলি এবং আমেরিকায় যাদের শুধু ‘ইন্ডিয়ান’ বলেই উল্লেখ করা হয়েছে এতদিন।...