
ঝাউবীথি—বেলা তিনটে – যজ্ঞেশ্বর রায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| অন্যান্য বই |
পোষ্ট করেছেনসাহিত্য কুঞ্জ১৮ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বিপ্রদাস ঢালাই-লোহার বিরাট গেটটার সামনে এসে নেম-প্লেটটার দিকে তাকালেন : রায় বাহাদুর সূর্যনারায়ণ চৌধুরী, ম্যানেজিং ডাইরেক্টর, ব্লু ব্র্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড। নামের সেই সুদৃশ্য মর্মর-ফলকের দিকে না তাকিয়েও বিপ্রদাসের বুঝতে বাকি ছিল না যে, এই প্রাসাদোপম বাড়িখানাই বিখ্যাত শিল্পপতি সূর্যনারায়ণ চৌধুরীর। দূর থেকেই পথিকের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে বাড়িখানা। ব্যস্ত পথিকও মুহূর্...