
ওডিসি

পার্থ সারথী দাস
প্রথম পর্ব
যে বীরপুরুষের কথা ও কাহিনী আমাকে পরিজ্ঞাত করানোর জন্য কাব্যকলার অধিষ্ঠাত্রী দেবী মিউজের নিকট প্রার্থনা জানাচ্ছি, তিনি হচ্ছেন এমন এক প্রত্যুৎপন্নমতি পুরুষ যিনি পবিত্র ট্রয়নগরী বিধ্বস্ত করার পর বহুদেশ পরিভ্রমণ করেন। বহু নগর ও জনপদ অতিক্রম করে তিনি অর্জন করেন কত অমূল্য অভিজ্ঞতার সম্পদ। নিজের জীবন রক্ষা করে সহকর্মীদের দেশে ফিরিয়ে নিয়ে যাবার জন্য কত বিক্ষুব্ধ ...