
দ্বীপায়নিকা

নবনীতা দেবসেন
অনন্ত সময়ে থিরথিরিয়ে কাঁপছে বড়তালাওয়ের অথৈজলে। উড়ে যাচ্ছে স্মৃতির মতো নাম ভুলে যাওয়া পাখির ঝাঁক—কানে আসছে তাদের কাকলি। নীল পাহাড়ের ঢেউ আবছা হতে হতে আস্তে মিলিয়ে যাচ্ছে ফিরোজা আকাশে, কত সহজেই এসব ঘটে যাচ্ছে।
স্বচ্ছ সবুজেনীল জলের তলায় ফুলন্ত জলজ উদ্ভিদের উজ্জ্বল বেগুনিলাল আভা, স্রোতে দুলছে, রং বদলাচ্ছে। বাবার টেবিলের সেই আশ্চর্য কাচের পেপারওয়েটের মতো। কেমন করে ঢুকলো ঐসব রঙিন ফু...