
দর্শন পর্ব

নবনীতা দেবসেন
দরজার সামনে সিঁড়ির নিচে দিয়ে শায়িত ফোয়ারার মতো করে মাটির সঙ্গে সমান্তরাল ক্ষীণধারায় ঝিরঝিরিয়ে জল বেরিয়ে আসছে; যাত্রীদের পা ভিজিয়ে দিচ্ছে। প্রথমেই বিরক্তি হল। কী জ্বালা, পা কাদাকাদা হয়ে গেল। তারপরে হঠাৎ সন্দেহ হয় এ বুঝি আচমনের অঙ্গ—পা দুটি জোর করে ধুইয়ে নেওয়া হচ্ছে মন্দিরে প্রবেশের আগে? মন্দিরে
ঢুকতে গেলে বিশল রুপোর তোরণ পার হতে হয় দু’একটা। গুনিনি ঠিক কতগুলো। অত ...