
তুন্দ্রার তৃণ

নবনীতা দেবসেন
| নবনীতা দেবসেন | |
| ভ্রমণ কাহিনী |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৮ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পূর্ব কথা
ইচ্ছের শুরু ভূগোল বইতে ইগলু-র ছবি দেখে অবধি। ওই স্বপ্নের দেশে যাওয়া যায় না? ছোটবেলাতে মা-বাবার সঙ্গে গিয়েছিলুম মধ্যরাতের সূর্য দেখতে। নরওয়েতে। মনে আছে সেই অভিজ্ঞতা। অসলো থেকে ট্রেনে প্রথমে নারভিক বলে একটি স্টেশনে। সেখানে থেকে আবার আরও উত্তরে। সেখানে এমনি ট্রেন যায় না, আরেকটা বিশেষ ট্রেনে যেতে হয়। জায়গাটার নাম ট্রোমসো, সেটি আর্কটিক সার্কেলের মধ্যে অবস্থ...