
ডারবানের পার্বণ ২১ শে এপ্রিল

নবনীতা দেবসেন
| নবনীতা দেবসেন | |
| ভ্রমণ কাহিনী |
পোষ্ট করেছেনশেষ নগরী০৪ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
২১শে দুপুর বারোটায় ডারবান বিমানবন্দরে আমাকে নিতে এসে অরিন্দমবাবু হাসিমুখে খবর দিলেন, আপনার বান্ধবী তো গতকাল ২০শেই এসে গিয়েছেন কনফারেন্সের জন্যে। আজকে আমার বাড়িতে বাঙালিদের ডিনারে তাতেও নিমন্ত্রণ করেছিলাম আপনাকে মীট করতে, কিন্তু উনি বললেন উনি খুব দুঃখিত, আরেকটা ডিনারে ব্যস্ত আছেন. ইন্টারন্যাশনাল উইমেন্স কনফারেন্সের জন্য কনসাল জেনারেল শ্রী হর্ষবর্ধন শ্রিংগ্লে আপনাকে আমন্ত্রণ জানি...