
গুল্লা কাহিনি

নবনীতা দেবসেন
গ্লোরিয়া বলেছিল ছাত্রীবেলায় ও একটা দ্বীপ কিনতে চাইত, ওর বেশ নিজের একটা ছোট্ট দ্বীপ থাকবে, নিজের সমুদ্রতীর, নিজের ঝাউবন। গ্লোরিয়া তখন ম্যানহ্যাটানের কালোপাড়ায় ভাগাভাগির চেঁচামেচির ভাড়াবাড়িতে থেকে, চাকরি করে, পড়াশুনো করত। ওর বাড়ির আর সবাই তখন দক্ষিণ ক্যারোলিনায়। দিনে চাকরি, রাতে কলেজ। আর দ্বীপ কেনার স্বপ্ন দেখা।
পাশ করে বেরিয়ে গ্লোরিয়া কলম ধরল। একদিন তারপর নিজের ফ্ল্যাট কিনল,...