
কর্ণাবতীর কূলে

নবনীতা দেবসেন
চলমান ফোন যন্ত্রগুলো আমাদের আজকাল কত কিছু করেকম্মে দেয়। আইনজীবী কপিল সিবাল তো তাঁর টেলিফোনে কবিতাও লেখেন, বললেন, যখনই মনে আসে, টপাটপ লিখে ফেলেন ফোনের ভেতরে। আমি অত দামী ফোন তো ব্যবহার করি না, বড়জোর ওষুধ খাবার সময়টুকু অ্যালার্ম দিয়ে রাখতে পারি। কিংবা প্লেন ধরার সময়ে ঘুম ভাঙানো—তার বেশি নয়। কিন্তু আমার অজান্তেই যে আমার মোবাইল একটা বড় কাজ করে রেখেছিল, আজ সেটা আবিষ্কার করে মনে যেমন চমক, ত...