
রসাতলের রহস্য

সমরেশ মজুমদার
পর্বঃ ০১
কুয়াশা এখন ঘন হয়নি, তাই সিগালগুলোকে ফিরে যেতে দেখতে পেল নীল। বন্দর ছাড়ার পরেই ওরা জাহাজের ওপর পাক খেতে থাকে। নির্দিষ্ট সীমায় পৌঁছে ফিরে যায় ডাঙায়। যেখানে ওরা যেতে পারবে না সেখানে একটা জাহাজ যাচ্ছে, সেই খুশিতে একটু সঙ্গী হওয়া, না যেতে নিষেধ করার জন্যে সঙ্গে উড়ে আসা। কিন্তু ওরা ফিরে যাওয়ার পর মন উদাস হল।
এই জাহাজের পেটে রয়েছে এক কোটি ডলারের দামি ইলেকট্...