
যে হাসিটি হেরে যায়

অনিশা দত্ত
হালে আমি বন্ধু জর্জকে বলছিলাম, যখন সে সুরায় বুঁদ (তার মদে; আমি তো নিচ্ছিলাম আদ্রক সুরা), ‘তোমার আজ্ঞাবহ দাসের খবর কি, আজকাল?’
জর্জের দাবি, তার আজ্ঞা পালনে সদাতৎপর এক দুই সে.মি. দীর্ঘ জিন রয়েছে। সে যে মিথ্যা বলছে, এমন স্বীকারোক্তি সে আমার কাছে বা অন্য কারো কাছে কখনো করেনি।
জর্জ রুষ্ট নয়নে আমার দিকে তাকিয়ে বললেন, ‘ও: আপনি তার কথা জানেন! না? আশা করি, আর কাউকে বলেন নি?’