
মাঝরাত্তিরের ভয়

সুনীল গঙ্গোপাধ্যায়
কেন মাঝরাত্তিরে আমার ঘুম ভেঙে গেল?
কিছু একটা জোর শব্দ হল? কিন্তু আর তো কেউ জাগেনি?
আমার বয়স এগারো বছর। আমি কিন্তু ভূতের ভয় পাই না একটুও। আমি শুয়ে আছি ছাদে, একটা মাদুর পেতে। কাছাকাছি আরও তিনখানা মাদুরে ঘুমোচ্ছে চাঁদুদা, ভন্তুমামা আর অচিনমামা। ওরা সকলে বড়োদের দলে।
অন্যদিন আমার নিজের দাদাও আমার সঙ্গে এক মাদুরেই শোয়। আজ দাদার জ্বর হয়েছে। জ্বর হলে ছাদে শুতে নেই, তাই আমি আজ...