
ভাগুবাবু ও ফটিকগির ৱহস্য

ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য
| ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ২২ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভাগুরায়ণ বাবুর বাবা ছিলেন মস্ত পয়সাওয়াল লোক । সে যুগের পক্ষে বেশ সচ্ছল অবস্থা থাকা সত্বেও লোকটি ছিলেন সংস্কৃতিবান ৷ বিশেষ করে সংস্কৃত সাহিত্যে তার ছিল প্রবল অনুরাগ। কারও ছেলে হলে, মেয়ে নয়, মেয়েদের তিনি পছন্দ করতেন না তাঁদের জন্য নতুন নাম ঠিক করে দেওয়া ছিল তার একট নেশা ইংরেজীতে যাকে বলে হবি । বাংলায় যে সব নামের চল...