
মাধবীলতা
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
| সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ২৩ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
একদা সিংহশত গ্রামে একজন ধনবান রাজা বাস করিতেন। এক্ষণে সে গ্রাম নাই, সে রাজাও নাই, কেবল বৃহৎ বৃহৎ অট্টালিকার দুই একটি ভগ্নাশ পড়িয়া আছে। ধনবানের শেষ চিহ্ন এইরূপ প্রস্তরখন্ড, ইষ্টকস্তূপ। উপযুক্ত পরিণাম। বিক্ররমাদিত্যের এক্ষণে সিংহদ্বারের ভগ্নাংশ মাত্র আছে। কিন্তু গরিব কালিদাসের শকুন্তলা অদ্যাপি নবপ্রফুস্ফিত কাননকুসুমের ন্যায় সদংক...