ভরত ডাক্তারের ঘোড়া

ভরত ডাক্তারের ঘোড়া

সুনীল গঙ্গোপাধ্যায়

ভরত ডাক্তারের ঘোড়া

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconথ্রিলার

পোষ্ট করেছেনশেষ নগরী১৯ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

কাছাকাছি আট-দশখানা গ্রামের মধ্যে একজনই ডাক্তার। ভরত ডাক্তার। তাঁর উপর সবারই খুব বিশ্বাস। কয়েকজন কবিরাজ আছেন ঠিকই। কিন্তু কবিরাজ তো আর ডাক্তার নন। সিরাজসাহেব হেকিমি চিকিৎসা করেন, কিন্তু সে-ও তো হেকিমি, ডাক্তারি নয়। লোকের ধারণা, ভরত ডাক্তার বিলিতি ওষুধ দেন, তাতেই সব রোগ সারে। তা ছাড়া, তিনি সুই দেন মাঝে মাঝে। অর্থাৎ ইঞ্জেকশন। তা তো কবিরাজ কিংবা হেকিম দিতে পারেন না।

ভরত ডাক্তার বেশ ভালো...

Loading...