
বেঁচে উঠলেন ফাদার ঘনশ্যাম

অদ্রীশ বর্ধন
| অদ্রীশ বর্ধন | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০২ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সুনামের মতো একটা জিনিস ফাদার ঘনশ্যাম মণ্ডল মাঝে-মাঝে তারিয়ে তারিয়ে উপভোগ করেন। আবার এক-একটা সময় আসে, সুনামের আনন্দে বুঁদ হয়ে থাকতে পারেন না। অল্প সময়ের জন্য হলেও এইরকম ঘটনা তার জীবনে প্রায় ঘটে। কখনও তিনি কাগজে-কাগজে পৃথিবীর নবম আশ্চর্য হয়ে থাকেন, সাপ্তাহিকীর সমালোচনা স্তম্ভের বাগবিতণ্ডার মধ্যেও তাঁর ঠাই হয়ে যায়, ক্লাব আর ড্রইংরুমে তাঁকে নিয়ে মুখরোচক আড্ডা জমে–সেইসব আড্ডায় তার নিপু...