
ফুলের মধ্যে সাপ – সমরেশ মজুমদার

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনসাহিত্য সাগর০৫ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
রাস্তাটা যেখানে ঘোড়ার নালের মত বাঁক মেরেছে সেখানে পৌঁছে বুক জুড়িয়ে গেল অশ্বিনীর। আর, কত লোক। যেদিকে তাকাও গিজগিজ করছে। ট্যুরিস্ট বাসগুলো এখনও আসছে, আর মানুষগুলো লাফিয়ে নামছে বালির ওপরে। এতবড় বালির চর এখনই ভরভরন্ত। শীত শুরুর রবিবারে অবশ্য ভিড় হয়ই কিন্তু এত মানুষ কল্পনা করেনি অশ্বিনী।
এখন মাত্র নটা বাজে। একটু আগে ভোঁ বেজেছে। অন্তত ঘণ্টা পাঁচেক সময় আছে হাতে। পাঁচটা খদ্দের বধ করতে ...