
প্রোফেসর শঙ্কু ও ভূত

সত্যজিৎ রায়
| সত্যজিৎ রায় | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস০২ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
১০ই এপ্রিল
ভূতপ্রেত প্ল্যানচেট টেলিপ্যাথি ক্লেয়ারভয়েন্স—এ সবই যে এক দিন না একদিন বিজ্ঞানের আওতায় এসে পড়বে, এ বিশ্বাস আমার অনেকদিন থেকেই আছে। বহুকাল ধরে বহু বিশ্বস্ত লোকের ব্যক্তিগত ভৌতিক অভিজ্ঞতার কাহিনী সেই সব লোকের মুখ থেকেই শুনে এসেছি। ভূত জিনিসটাকে তাই কোনওদিন হেসে উড়িয়ে দিতে পারিনি।
আমার নিজের কখনও এ ধরনের অভিজ্ঞতা হয়নি। চিনে যাদুকরের কারসাজিতে সম্মোহিত বা হিপ্নোটাইজ...