
নীল রুমাল – প্রণব রায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনরিয়া দাস০৫ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বাড়িটা শহরের একটেরে—সীমানার বাইরেও বলা যায়। হঠাৎ দেখলে একটা সাবেককেলে গীর্জা বলে মনে হয়। খুঁজে খুঁজে এই বাড়িটাতে নিশীথ তার স্টুডিও করেছে।
শহরের কলরব-ব্যস্ততার থেকে দূরে, একান্তে বসে কাজ-কারবারের পক্ষে এই প্রাচীন নিরিবিলি বাড়িটা নাকি চমৎকার। তাছাড়া আশেপাশে একটা জংলা আভাসও আছে। বাড়িটার চারপাশ ঘিরে অনেকটা জমি— সাবু আর বড় বড় দেবদারু গাছে ভর্তি। পিছন দিকে বড় গোছের একটা খালও আছে। এ...