
দুর্গের মতো সেই বাড়িটা

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনশেষ নগরী১৯ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কেউ আমার কথা বিশ্বাস করতে চায় না। অথচ আমি কী করে নিজের চোখকে অবিশ্বাস করব?
ব্যাপারটা একটা বাড়ি নিয়ে।
এই বাড়িটা আমি প্রথম যখন দেখি, তখন আমার বয়েস ছিল বারো। বয়েজ স্কাউট থেকে আমরা ক্যাম্প করতে গিয়েছিলাম গঙ্গানগরে। তিন দিন ধরে দারুণ হইচই হয়েছিল সেখানে।
তারই মধ্যে একদিন বিকেলবেলা ছিল আমাদের ‘যে-দিকে খুশি যাও’ প্রোগ্রাম। সবাইকে একা একা আলাদা যেকোনো দিকে চলে যেতে হবে, ফিরত...