
দীর্ঘ ঊ টি আছেন ঝুলে

ইন্দ্রনীল সান্যাল
| ইন্দ্রনীল সান্যাল | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনদিয়া মল্লিক১০ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বর্ধমান রোডের মল্লিকা অ্যাপার্টমেন্টের চোদ্দো আর পনেরো তলা জুড়ে যে ডুপ্লে তার বসার ঘরে ল্যাপটপ এ কাজ করছেন সুনীল সেন। ক্লিন শেভন, মাঝবয়সি, মাঝারি চেহারার সুনীলকে দেখে বয়স বোঝার উপায় নেই। আপাদমস্তক মাঝারি মানুষটি ‘এজেন্সি’ নামের একটি কোম্পানির মালিক।
‘এজেন্সি’-র মতো নিরীহ নামওয়ালা কোম্পানিটি আসলে একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি। ভারত জুড়ে এজেন্সির ১২টা শাখা আছে। সব ক’...