
ঝড়

ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য
| ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ২২ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সকাল থেকেই ভীষণ গুমোট লাগছিল। হাওয়া নেই, অস্বাভাবিক গরম। সেজদা বললেন, “নিশ্চয়ই বিকেলের দিকে ঝড় আসবে। এ তারই দুরলক্ষণ। এই রকম আগেভাগে আভাস দিয়েই তো ঝড় আসে ।”
কানু কাকা কাছে বসেছিলেন। হেসে বললেন, “ঠিকই বলেছ। আমাদেরও তাই ধারণা ছিল বরাবর। কিন্তু এ...