
বাঘের ঘরে

শেখর বসু
॥ এক ॥
রঙিন টিভির পর্দায় জঙ্গলের ছবি। গভীর জঙ্গল। লম্বা-লম্বা ঘাস, ঝোপ, ঝাঁকড়া গাছপালা, লতা-ঝুরির মধ্যে দিনের আলো কেমন যেন চোরের মত ঢুকছে। ঝিঁঝি ডাকছে তারস্বরে, সরু নদীতে ছোট ছোট ঢেউ ভাঙছে শব্দ করে। জঙ্গলের নানা কোণ থেকে আরও কিছু চাপা আওয়াজ : ভেসে আসছে...