
মে ফ্লাওয়ার

হুমায়ূন আহমেদ
| হুমায়ূন আহমেদ | |
| ভ্রমণ কাহিনী |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ০৮ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
দেশের বাইরে বেড়াতে যাবার সুযোগে আনন্দিত হন না–এমন মানুষের সংখ্যা খুবই অল্প। আমি সেই খুব-অল্পদের একজন। বাইরে যাবার সামান্য সম্ভাবনাতেই আমি আতঙ্কগ্রস্ত হই। আতঙ্কগ্রস্ত হবার কারণ আছে। এখন পর্যন্ত আমি কোনো বিদেশ যাত্রা নির্বিঘ্নে শেষ করতে পারি নি।