
জাদুকর সত্যচরণের আঙটি

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৭ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
|| ১ ||
চন্দনদের ওষুধ কোম্পানী প্রতিবছর তাদের প্রতিষ্ঠা দিবসে আনন্দ অনুষ্ঠান করে থাকে। এবার যখন আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতিসভায় ঠিক হল যে, অন্য নানান প্রোগ্রাম অর্থাৎ নাচ, গান ইত্যাদির সঙ্গে ম্যাজিক শো-এর ব্যবস্থাও করা হবে, কারণ, ওই দিন অনেক কর্মীই তাদের পরিবারের বাচ্চাদের সঙ্গে আনেন, তখনই চন্দন সে সভায় জানিয়েছিল যে ম্যাজিশিয়ান ঠিক করার দায়িত্ব সে নেবে। তার এক বন্ধু আছে জাদুকর সত্য...