
জজ সায়েবকে বলচি না – অমিত চট্টোপাধ্যায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনপাঠক লাইব্রেরি০৫ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পুলিশ ইন্সপেক্টর অনাদি সেন লম্বা লম্বা পা ফেলে ঘরে ঢুকলেন। খুশিভরা গলায় বললেন, রমানাথ কবিরাজ লেনের খুনটা নিয়ে বোধ হয় আর হিমসিম খেতে হবে না, মিস্টার লাহিড়ী।
হাতের ‘হিপনো অ্যানালিসিস’ বইখানা থেকে চোখ তুলল প্রতুল। হাল্কা সুরে জিজ্ঞেস করল, হঠাৎ?
রুলটানা খাতার একগোছা পাতা তার হাতে দিয়ে অনাদি সেন বলেন, পড়ে দেখুন।
খানিকটা কৌতুহল বোধ করল প্রতুল। হাতের বইখানা নামিয়...