
চৌধুরি বাড়ির গুপ্তধন

অজেয় রায়
এক
দুপুর প্রায় দুটো। চড়া রােদ।
একটা শুড়ি পথ দিয়ে গােপনে শিব, চৌধুরির বাগানে ঢুকল। মাথার ওপর বড় বড় গাছের ডালপাতার ঠেসাঠেসি। পথের দুপাশ থেকে ঠেসে এসেছে ঝােপঝাড়, আলকুশি, বিছুটি, বুনােকুল। এইসব গাছের ডালপাতা লাগলে গা ছিঁড়ে যায়, চুলকায়, জ্বলে। শিবের হাতের একটা ধারালাে কাস্তে। বিপজ্জনক গাছের ডাল সমেত পড়লেই এক কোপে উড়িয়ে পথ সাফ করে। বিষাক্ত সাপ কম নেই এখানে। হাতে তাই অস্ত্র...