
ঘোষ বাগানের দানো

অজেয় রায়
জ্যৈষ্ঠ মাস। রাত প্রায় সাড়ে ন’টা। লাভপুর লাইনের লাস্ট বাসটা সবে পেরিয়েছে।
বাসরাস্তার ধারে শিবপদর চায়ের দোকানের ঝাঁপ আধখানা খােলা। ভিতরে তাসের আসর বসেছে লণ্ঠনের আলােয়। খেলুড়ে চারজন। শিবপদ স্বয়ং। এ ছাড়া ব্রজ দাস, কেষ্ট মণ্ডল ও জটাধর। খেলা চলছে ঘণ্টাখানেক। টুয়েন্টি নাইন। চলবে আরও খানিকক্ষণ।
এই চারটি মানুষেরই বেজায় তাসের নেশা। সন্ধ্যা হতেই বাকি তিনজন এক এক করে জম...