
গবেষণাগারে গুপ্তচর

দীপান্বিতা রায়
আমার গল্পের উৎসাহী পাঠক
রাহুল আর মহুয়াকে
.
দিনু টিকটিকি ওরফে দিগন্ত দেবের সঙ্গে পাঠকদের পরিচয় বেশ কয়েকবছর। দিগন্ত পেশায় বাংলার অধ্যাপক। ভালো রবীন্দ্রসঙ্গীত গায় আর ফুটবল খেলে। মিকিমোটো নেকলেস উদ্ধার করার পর পুলিশমহলেও দিগন্তর পরিচিতি বেড়েছে। এমনিতে সে শখের গোয়েন্দা। বন্ধু-বান্ধবরা বিপদে পড়লে তার শরণাপন্ন হয়। আবার পুলিশ গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছে এমন কেসেও আজকাল মাথা ...