
খাতা চুরি রহস্য

অজেয় রায়
এক
সন্ধ্যা নেমেছে। গরম কাল।
দক্ষিণ কলকাতায় যতীন দাস রোডে একটা ছোট বাড়ির দোতলায় পুলকের ড্রইং রুমে বসে আড্ডা দিচ্ছিল পুলক আর জয়। পুলকের বয়স তিরিশ পেরিয়েছে। উজ্জ্বল শ্যামবর্ণ। দীর্ঘকার বলিষ্ঠ গড়ন। ধারালো মুখ। জয়ের বয়স হবে পঁচিশ-ছাব্বিশ। লম্বায় সে পুলকের কাছাকাছি তবে কিঞ্চিৎ রোগাটে। ফর্সা রং। হাসি হাসি সুশ্রী মুখ।
মাথার ওপর ফ্যান ঘুরছে। তবে সেদিন...