
উনিশে ডিসেম্বর মরশুমের শীতলতম রাত

অরিজিৎ বন্দ্যোপাধ্যায়
| অরিজিৎ বন্দ্যোপাধ্যায় | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনপূজা দেবনাথ০৪ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
১
মাতৃ-জঠর থেকে বেরোনোর মাস কয়েকের মধ্যেই শিশুটির শিল্প প্রতিভা প্রকাশ পেয়েছিল আশ্চর্য রকমভাবে। সবাই বলত এ-ছেলে নির্ঘাত আগের জন্মে নামকরা কোনো আঁকিয়ে ছিল। জন্মান্তরের কালক্রমেও সে ক্ষমতা বিস্মৃত হয়নি। যে সব জিনিস জন্মে অবধি সে কখনও চোখে দেখেনি, সেসবই ড্রইং খাতায় ফুঁটিয়ে তুলত অবলীলাক্রমে। সকলে ধন্য ধন্য করত।
আর বাপ-মা গর্ব করে বলত, তাদের আদরের বলাই, মা সরস্বতীর আশীর্বাদ সঙ্গ...