
ঈশ্বরের নষ্ট ভ্রূণ

সৈকত মুখোপাধ্যায়
| সৈকত মুখোপাধ্যায় | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনSmita Biswash২০ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
অন্ধকার স্রোতের সৈকতে
সাহিত্যের মূল ধারাটিকে যদি আলোকিত উজ্জ্বল স্রোত হিসেবে কল্পনা করা যায় তা হলে রহস্য, রোমাঞ্চ, গোয়েন্দা, ভৌতিক, হরার, ফ্যানটাসি, কল্পবিজ্ঞান ইত্যাদি কাহিনি নিয়ে সাহিত্যের যে-ধারাটি বয়ে চলেছে তাকে বোধহয় অন্ধকার ‘অশুভ’ স্রোত বলা যেতে পারে। না, এটা আমার কথা নয়—সাহিত্য সমালোচক পণ্ডিতদের কথা। কারণ, আমি তো সেই ১৯৬৮ সাল থেকে, বাণিজ্যিক পত্রিকায় আমার...