ও আমার গহিন গাঙের নায়া

ও আমার গহিন গাঙের নায়া

জসীম উদ্দীন

ও আমার গহিন গাঙের নায়া

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconগান

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২৯ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ও আমার গহিন গাঙের নায়া,

ও তুমি অফর বেলায় লাও বায়া যাওরে-

কার পানে বা চায়া।

ভাটির দ্যাশের কাজল মায়ায়,

পরাণডা মোর কাইন্দা বেড়ায়রে-

আবছা মেঘে হাতছানি দ্যায়,

কে জানি মোর সয়া।


এই না গাঙের আগের বাঁকে

আমার বধূর দ্যাশ;

কলাবনের বাউরি বাতাস

দোলায় মাথার ক্যাশ;

কওই খবর তাহার লাইগা,

কাইন্দা মরে এক অভাইগারে;

<...
Loading...